#আমি_গুরাবা – আমার দুনিয়ার চাওয়াগুলো সব পূরণ হবে না বলেই আল্লাহ্ জান্নাত নামের কিছু একটা বানিয়ে রেখেছেন। ইচ্ছাপূরণের জায়গা হল ওটা। না পাওয়ার হিসেব কষতে ব্যস্ত হওয়া অকৃতজ্ঞতা নির্দেশ করে, জান্নাতের স্বপ্নের ওপর ধুলোর আস্তরণের কথা জানিয়ে দেয়।
উমার(রা) এক সাহাবীকে(রা) মাংস খেতে দেখে জিজ্ঞেস করেছিলেন তিনি মাংস খাচ্ছেন কেন। ঐ সাহাবী(রা) বললেন-“মাংস খেতে খুব ইচ্ছা করছিল”। উমার(রা) রাগতস্বরে বললেন-“তোমার সব ইচ্ছা কি দুনিয়াতেই পূরণ করে ফেলবে নাকি?”
এই তো দর্শন, এই তো জীবন, এই তো দুনিয়া, এই তো কারাগার। কারাগারের বন্দী, বালিশে ফুটো দেখে সেটা বদলে দিতে বলে না। মু’মিনের জন্য দুনিয়া হল কারাগার। কী চাইব আমি? চাওয়ার ক্ষমতা আমার নেই, কেবল তা ব্যতীত যা বিশ্বজগতের প্রতিপালক ইচ্ছা করেন। চাইতে তো পারেন তিনিই।
মানুষের জীবনে কষ্ট থাকে। স্বপ্নভঙ্গের কষ্ট। অপূর্ণতার কষ্ট। এই কষ্টগুলো বাকিরা দেখে না। একজন দেখেন, একজন জানেন। তিনি শুনতে পান। তাঁকেই বলব সব কথা। কেন আর দশজন জানবে আমার আর্তি? কেন ফেসবুকের পাবলিক জগতে এসে জানাতে হবে-আমারও কিছু বলার আছে? কষ্টের সময়গুলোয় হাসিমুখে স্রষ্টার দাসত্ব করে যাওয়া-এই তো সবর।
আমি গুরাবা বিশ্বজগতের শাহানশাহের কাছে জীবন-সম্পদ বিক্রি করে দিয়েছি সেই কবেই। যেদিন নিজেকে মুসলিম বলে দাবি করেছি। পারিনি কেবল ক্রেতার হক মেটাতে। বিক্রিত দ্রব্যের ওপর নিজের অনধিকারটুকু মেনে নিতে। তবু আমার রব্ব আমাকে শাস্তি দেননি। সুযোগ দিয়েছেন। দিয়ে যাচ্ছেন।
স্বপ্ন দেখি আমলনামা ডান হাতে পাওয়ার। বড় দামি সেই স্বপ্ন। স্বপ্ন দেখি সেই মানুষটার পাশে বসে এক ঝর্নার পানি খাওয়ার, যিনি আমার জন্য কেঁদেছিলেন যখন আমার অস্তিত্ব ছিল না। ইয়াকুত পাথরের প্রাসাদে বসে এমন একটা মুখের দিকে তাকিয়ে থাকার, যার তুলনা আমার প্রতিপালক দিয়েছেন “প্রবাল ও পদ্মরাগ”।
সূরা আর রহমানে আল্লাহ্ মুত্তাকীদের পুরষ্কারের বর্ণনা দিয়ে বলেছেন- “উত্তমের বিনিময় উত্তম ছাড়া আর কী হতে পারে?” এই আয়াতটি যখন অনুভব করি চোখ দুটো ভিজে ওঠে, অন্তর আর্দ্র হয়ে যায়। আমি আল্লাহ্র জন্য একটা ছোট্ট কষ্ট স্বীকার করব, আর আল্লাহ্ সেটাকে লক্ষগুণে বাড়িয়ে প্রতিদান দেবেন না, তাই কি হয়? আল্লাহ্র প্রতিদান তো এমনই হয় যা তাঁর মর্যাদার জন্য উপযোগী। তিনি তো বান্দার ক্ষুদ্রতার দিকে তাকান না, বরং নিজের বড়ত্বের দিকে তাকিয়ে পুরস্কার দেন। অল্প বিনিময় দেওয়া যে তাঁর শানের খেলাফ!
আমি গুরাবা সেদিন যদি হাসতে পারি, আমি তো সফল হয়ে গেলাম।
তুচ্ছ দুনিয়ার চাওয়া পাওয়ার হিসেব দিয়ে আমার কী এসে যায়, বল?
আমি গুরাবা
সুসংবাদ গুরাবাদের জন্য
☝🏼 #BetterLateThanNever
মাশা’আল্লাহ খুব ভালো একটা পেজ
মা শা আল্লাহ,,, একটি নির্ভরযোগ্য বিশ্বস্ত ভালো পেইজ
Shundor ma sha Allah ❤
মাশা আল্লাহ। ওয়েবসাইট টি খুব সুন্দর ভাবে সাজানো। তাদের সব কালেকশন সহজে দেখা যায় ও বিস্তারিত ভাবে জানা যায়। তাদের প্রোডাক্ট এর মান ও খুব ভালো ও আকর্ষণীয়।
আল্লাহর মহত্ত্ব আর নিজের ক্ষুদ্রতাকে অনুভব করে সেই এক রবের উপর তাওয়াক্কুল করাটাই এই জীবনের উদ্দেশ্য আলহামদুলিল্লাহ। সত্যিই তো। কি হবে এত এত শখ এই দুনিয়ায় পূরণ করে? ক্ষনিকের এই দুনিয়া তো সেই মহান রবের কাছে মাছির একটা পাখার পরিমাণ মূল্য রাখেনা। কিন্তু তুচ্ছ এই পৃথিবীতে কিছু পেতেই অক্ষম আমরা কতটা দাপট নিয়ে চলি। “গুরাবা” শব্দখানা আপনাদের শপের নাম দ্বারাই প্রথম জেনেছিলাম। এরপরই এক অদ্ভুত মায়া কাজ করত এই শব্দের প্রতি। এরপর আল্লাহ ‘আলীমুল হাকিম আরো যত জ্ঞান দিয়েছেন ততই প্রবল হয়েছে এক “গুরাবা” হওয়ার ইচ্ছা। এখনও অনেক পথ বাকি। রবের কাছে দু’আ করি এক গুরাবা হয়েই যেন বেঁচে থাকতে পারি। এর বিনিময় শুধুই মহান রবের কাছেই আশা রাখি। “উত্তমের বিনিময় উত্তম ছাড়া আর কি হতে পারে?”
বারাকাল্লাহু ফিকুম।
Classy page. I like it 😀
Make it as an app in playstore. It’ll be quite useful 😀
I felt very amazed while i puchase a combo gift of quran, pocket prayer mat,hand watch, and a wooden box.
It was so memorable for me as get a chance to give my beloved sister ❤❤The quality of product is so good MashaAllah.
Classy page. I like it 😀
Make it as an app in playstore. It’ll be quite useful 😀
Assalamu Alaikum Wa Rahmatullahi wa Barkatuh,
Alhamdulillah, I’m really happy to see Guraba’s website as it is my most favorite Page! This Website will be very helpful as its all designs are so clear and easy, ma sha ALLAH..
I Love their Qur’an Collection and also one colored prayer mat and various kinds of Attar! I love here’s everything. Actually I have a very emotional story with Guraba page,Last Year I went to Guraba page for Zamzam water for my Ustazaa and that was so urgent for my Ustazaa. Guraba page’s admin told me they will give me Zamzam water but they won’t take any Money for this! I was so shocked, I’ve tried a lot to give hadiya but they didn’t received it and they deliver that Zamzam water to my Ustaza in the perfect time! SubhanALLAH! I’ll never forget that Moment..I’ve made lots of du’a for them and its my Most favorite page,not Only for Most Beautiful and Qualitiful Products,also because of their Humble Sunnah Behaviour. Ma sha ALLAH…
May ALLAH(swt) give them More More More Barakah,Niyamah and Raahmah in This duniyaah and also in Akhiraah..Allahumma Ameen
Mashaallah apnader prottekta products e onk sundor monomugdhokor…onk bissosto apnara… Kotha gulo khub valo legeche
Mon theke dowa apnader jonno…Allah pak onk onk uttom barakah dan korun jazakallahu Khayer fiddunya wal akhira ameen
Masha Allah onk sundor vabe sajano collection …vlo legese
Masaallah khub khub Valo ekta page.matro 2 din hoice Ami add hoice.eii dui den eii amii ehate mugdho
কথাগুলো অনেক সুন্দর।
Mashaallah😍😍
Mashaalllah! Apndr sob products gulai valo lage!
Mashaalllah khub valo laglo